Nepotism Is as old as Mahabharata !! মহাভারতও "Nepotism" দোষে দুষ্ট ( Mahabharata Stories )
Nepotism এই শব্দটি কয়েকদিন যাবত সংবাদপত্র,টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব শোনা যাচ্ছে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সিনেমা জগতের প্রতিভাবান তারকা Sushant Singh Rajput এর মৃত্যুকে ঘিরে Nepotism কথাটি বার বার উঠে এসেছে। এই প্রতিভাসম্পন্ন জনপ্রিয় তারকার অকাল মৃত্যুকে ঘিরে অনেকের দিকে অভিযোগের আঙুল উঠেছে।। সিনেমা জগতের একাধিক তাবড়-তাবড় লোকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে Nepotism এর দোষে দুষ্ট হওয়ার। এখন প্রশ্ন হলো এই Nepotism কি? Nepotism এই ইংরাজি শব্দটির বাংলা মানে করলে হয় স্বজনপোষন। সমাজে প্রচলিত যে কোনো পেশায় যেমন অফিসের চাকরি হোক বা গান বাজনার জগৎ, সিনামা জগৎ হোক বা খেলাধুলার জগৎ সব জায়গাতেই শুধু প্রতিভা থাকলেই নিজের যোগ্যতা প্রমান করা যায় না, তারজন্য চাই একজন Godfather । এই ব্যাক্তিটি যদি ক্ষমতাশালী হয় এবং আপনি তার স্নেহভাজন হতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। তবে স্নেহভাজন হতে গেলে অবশ্যই পয়সাওয়ালা খানদানের হতে হবে অথবা ঠিক জায়গায় "তৈলমর্দন" করাটা জানিতে হবে। তবেই ...