পোস্টগুলি

RAMAYANA লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রামায়ণে বর্নিত পার্শ্বচরিত্রের প্রানীসমূহ আসলে কি ছিলো??? Relevancy of the non-human characters in RAMAYANA ....

ছবি
রামায়ণ - মহাভারত পুরোটা এক জীবনে পড়ে, বোঝা প্রায় অসম্ভব। এই উক্তির কারন, মহাকাব্য দুটো নিয়ে নড়াচড়া করতে বসলেই দেখি প্রতিবারই কিছুনা কিছু ভাবনা তৈরী হচ্ছে। হিন্দুদের প্রধান দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত। যদিও রামায়ণের ও মহাভারতের বেশকিছু পার্থক্য আছে।  মহাভারতের প্রেক্ষাপট ও চরিত্রগুলো বিশাল, জাঁকজমকপূর্ণ। সেই তুলনায় রামায়ণ অনেকটাই আটপৌরে। কিন্তু হিন্দুদের এই পবিত্র মহাকাব্যের কাহিনী ভারতবর্ষের সাথে সাথে, এশিয়া ও পূর্ব প্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে আছে। রামায়ণের কাহিনী অজানা নেই কারো। এই কাহিনী বিস্তার লাভ করেছে ভারতবর্ষের এক বিখ্যাত রাজ্যের বিখ্যাত রাজবংশের সদস্যদের ঘিরে, তাদের জন্ম - মৃত্যু, সুখ- দুঃখ,  বিবাহ - বিচ্ছেদ, জীবনের উত্থান-পতন, আদর্শের মধ্যে দিয়ে। এই মহাকাব্যের নায়ক রামচন্দ্র এবং তাঁর বীরগাথায় মুগ্ধ আপামর ভারতবাসী। তবে আজ আমার লেখার বিষয় রামচন্দ্র বা অযোধ্যা রাজপরিবারের কোনো সদস্য নয়, আজ রামায়ণের বানর চরিত্র যারা আছে তাদের নিয়ে কিছু লেখার চেষ্টা করবো। রামায়ণ পড়তে গিয়ে দেখা যায়, রামচন্দ্রের চোদ্দো বছর বনবাস পর্বে রাম, সীতা ও লক্ষ্মণ ছাড়া আর কাউকেই মানুষ হিসেবে পাইনা। এ...

অপরিচিত রাবণ / The Unknown Ravana ( RAMAYANA STORIES)

ছবি
হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণ। এই মহাকাব্যে ধার্মিক দিকের সাথে সাথে সামাজিক দিকেরও উল্লেখ আছে। এই ধর্মগ্রন্থের নায়ক ও খলনায়ক হলেন যথাক্রমে রাম ও রাবণ। খলনায়ক রাবণের নানা দোষ কুকর্ম সম্পর্কে অনেক কিছুই জানা যায়। কিন্তু এই খল চরিত্রটি যে অনেক ভালো গুণের অধিকারী ছিলেন সেই সম্পর্কে কতটা জানা আছে সবার? রামায়ণের এই "খলনায়ক" রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং প্রজাবৎসল একজন রাজা। সীতাহরণের মতো গর্হিত অপরাধের দোষে দুষ্ট ছিলেন তিনি,  কিন্তু সীতাকে অপহরণ করা ছাড়া  রামায়ণের আর কোথাও রাবণ  নারীদের অসন্মান করেছেন এমন উল্লেখ পাওয়া যায় না। এমনকি তিনি সীতার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছিলেন বা আদৌও করেছিলেন কিনা সেই নিয়েও নানা মুনির নানা মত আছে। হ্যাঁ, একথা ঠিক তিনি সীতার হরনকারী, তিনি দোষী। হয়তো এই অপরাধের জন্যই তাঁর স্বর্ণলঙ্কা শেষ হয়ে যায় কিন্তু এইরকম একটা নিন্দনীয় কাজ তিনি করেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতার দায়িত্ব পালনের জন্য। বোন শূর্পনখাকে রামচন্দ্র ও তাঁর ভাই লক্ষ্মণ যে অপমান করেছিলো সেই অপমানের জবাব দিতেই তিনি রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরন করেন। অপমান বললাম কারন রামায়ণ অনুযায়ী, শূর্পনখ...