পোস্টগুলি

এপ্রিল ২৯, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভীষ্মের জীবন, কর্ম ও মৃত‍্যু:- ( মহাভারত ) Bheesma from Mahabharat...

ছবি
 ' মহাভারত' (Mahabharat)  নামের মহাগাথাটির একটা ধারণা আমার মধ‍্যে আসার পর থেকেই একটা ব‍্যাপার বুঝেছি যে, দ্বাপর যুগের এই extraordinary 'ইতিহাস' টির যে কয়েকজন পাত্র আমাকে বিশেষভাবে ভাবিয়ে তুলেছেন, ভীষ্ম তাঁদেরই অন‍্যতম।       কুরুবংশ, মহাভারত ও দ্বাপর যুগের অন‍্যতম প্রতাপশালী পুরুষচরিত্র ও শ্রেষ্ঠ যোদ্ধা হলেন দেবব্রত, যিনি ভীষ্ম নামে বেশী পরিচিত। ভীষ্ম একজন ধর্মাত্মা ও মহাভারতের অন‍্যতম একজন বিচক্ষন চরিত্র হলেও আমি খালি ভাবি, চাইলে কতকিছুইনা করতে পারতেন ভীষ্ম, এমনকি তিনি সঠিক সময়ে কৌরবদের প্রতি কঠোর হলে হয়ত মহাভারতের যুদ্ধটাই হতনা; বদলে যেত ভারতবর্ষের ইতিহাস, একেবারে অন‍্যরকম হতে পারত সেটি। কিন্তু তা হলনা, ভীষ্ম সেরকম কিছুই করলেননা! কিছু 'বস্তাপচা' sentiment আর প্রতীজ্ঞায় আটকে রইলেন সারাজীবন। তবে ভীষ্মের সুদীর্ঘ জীবনের বিস্তারিত আলোচনা করতে গেলে লেখাটিও সুদীর্ঘ হয়ে যাবে, পাঠকেরা এতে পরার ধৈর্য্য হারিয়ে ফেলতে পারেন ও পাশাপাশি আমিও হয়ত লেখার ধৈর্য্য হারিয়ে ফেলব। তাই যতটা সম্ভব সংক্ষিপ্ত করেই লিখলাম।      শুরু করার আগে ছোট করে দু'টি ঘটনা বলে নেই।      ঘ