পোস্টগুলি

মে ২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রামায়ণ উত্তর রঘু বংশ..... (Stories After Ramayana)

ছবি
রামায়ণের কাহিনি সবার জানা। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র রঘু,  রঘুর পুত্র অজ আর অজের পুত্র দশরথ।  ইনি অয্যোধ্যার রাজা ছিলেন। তাঁর তিন স্ত্রী ছিলো কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। এই দশরথের পুত্ররা হলেন রাম, ভরত,  লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। দশরথ এর কিভাবে  এই চারপুত্রের প্রাপ্তি হয়েছিলো সেই কাহিনিও সকলের জানা। শোনা যায় পুত্র ছাড়াও তাঁর একটি কন্যা ছিলো যার নাম শান্তা। রামায়ণ মানেই রামচন্দ্র ও তাঁর বনবাস, লঙ্কা জয়, বনবাস শেষ করে অয্যোধ্যায় ফিরে আসা, তাঁর বীরত্বের কথা।  কিন্তু আমরা  যেখানে রামায়ণ শেষ হয় বলে জানি ( সীতার অগ্নি পরীক্ষা আর শেষে পাতালপ্রবেশ) আমার কৌতূহল সেখানেই।  এরপর কি হয়েছিলো? হতেই পারে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন তাদের পরিবার নিয়ে সুখে দুঃখে দিন কাটিয়েছিলো। আমার কৌতূহলটা হলো রাম ও তাঁর তিন ভাই এর পরিবার পরিচয় নিয়ে। মানে রামায়ণের বর্নিত রামচন্দ্র ও তাঁর তিন ভাইদের Next generation, মানে দশরথের পুত্রদের কথা তো সবাই জানি কিন্তু তাঁর নাতি নাতনি দের কথা কারো জানা আছে কি? কেউ কেউ হয়তো বলবেন--  "হ্যাঁ জানি তো, কেনো লব ও কুশ "। একদম ঠিক বলেছেন কিন্তু তারা তো রামচন্দ্র ও সীতা