পোস্টগুলি

জুন ২৫, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যুধিষ্ঠির কতটা ধর্মপরায়ণ? How pious is Yudhisthira??? ( Mahabharata stories )

ছবি
পাণ্ডুর পাঁচ পুত্র পঞ্চপাণ্ডবদের ও ধৃতরাষ্ট্র এর একশত পুত্র কৌরবদের জীবনের নানান টানাপোড়েন, কূটনৈতিক রাজনৈতিক দন্দ্ব, সিংহাসনের অধিকারের লড়াই,স্বজন বিরোধিতা, যুদ্ধ এইসব নিয়েই হিন্দুদের এই মহাকাব্য মহাভারতের কাহিনির বিন্যাস ঘটেছে। এই মহাকাব্যের ঘটনাসমূহ জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর।   এই মহাকাব্য এত চরিত্রের সমাবেশ যাদের মধ্যে কেউ সৎচরিত্রের আবার কেউ কপট চরিত্রের এবং তাঁদের শৌর্য, মহত্ত্ব,গুণের, বুদ্ধিমত্তার সাথে সাথে লোভ হিংসা, রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিতে ভরপুর ছিলো এই সব চরিত্ররা। মহাভারতের এমনই এক চরিত্র যুধিষ্ঠির। যিনি ধর্মপুত্র নামেও খ্যাত ছিলেন। তিনি সত্যের প্রতীক। মহাভারত অনুযায়ী পাণ্ডুর পাঁচ পুত্রের জ্যেষ্ঠ ছিলেন যুধিষ্ঠির। কিন্দম মুনির অভিশাপের জন্য পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীর সাথে মিলনে অক্ষম ছিলেন, এবং পাণ্ডুর স্ত্রী কুন্তী ছিলেন দূর্বাশার বরপ্রাপ্ত যে বরদানের সাহায্যে  কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান জানিয়ে সেই দেবতার দ্বারা সন্তান জন্ম দিতে সক্ষম। পাণ্ডুর অক্ষমতার জন্য পাণ্ডুর কথাতেই কুন্তী তিন দেবতার সাথে মিলিত হয়ে তিন পুত্র সন্তানের জন্ম দেন...