রামায়ণে বর্নিত পার্শ্বচরিত্রের প্রানীসমূহ আসলে কি ছিলো??? Relevancy of the non-human characters in RAMAYANA ....
রামায়ণ - মহাভারত পুরোটা এক জীবনে পড়ে, বোঝা প্রায় অসম্ভব। এই উক্তির কারন, মহাকাব্য দুটো নিয়ে নড়াচড়া করতে বসলেই দেখি প্রতিবারই কিছুনা কিছু ভাবনা তৈরী হচ্ছে। হিন্দুদের প্রধান দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত। যদিও রামায়ণের ও মহাভারতের বেশকিছু পার্থক্য আছে। মহাভারতের প্রেক্ষাপট ও চরিত্রগুলো বিশাল, জাঁকজমকপূর্ণ। সেই তুলনায় রামায়ণ অনেকটাই আটপৌরে। কিন্তু হিন্দুদের এই পবিত্র মহাকাব্যের কাহিনী ভারতবর্ষের সাথে সাথে, এশিয়া ও পূর্ব প্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে আছে। রামায়ণের কাহিনী অজানা নেই কারো। এই কাহিনী বিস্তার লাভ করেছে ভারতবর্ষের এক বিখ্যাত রাজ্যের বিখ্যাত রাজবংশের সদস্যদের ঘিরে, তাদের জন্ম - মৃত্যু, সুখ- দুঃখ, বিবাহ - বিচ্ছেদ, জীবনের উত্থান-পতন, আদর্শের মধ্যে দিয়ে। এই মহাকাব্যের নায়ক রামচন্দ্র এবং তাঁর বীরগাথায় মুগ্ধ আপামর ভারতবাসী। তবে আজ আমার লেখার বিষয় রামচন্দ্র বা অযোধ্যা রাজপরিবারের কোনো সদস্য নয়, আজ রামায়ণের বানর চরিত্র যারা আছে তাদের নিয়ে কিছু লেখার চেষ্টা করবো। রামায়ণ পড়তে গিয়ে দেখা যায়, রামচন্দ্রের চোদ্দো বছর বনবাস পর্বে রাম, সীতা ও লক্ষ্মণ ছাড়া আর কাউকেই মানুষ হিসেবে পাইনা। এ...