কুম্ভলগড় এর মর্মান্তিক ইতিহাস .. The Sad Story Of Kumbhalgarh.. ( INDIAN HISTORY )
ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি প্রথম যে হয় তাকে সবাই মনে রাখে। যে দ্বিতীয় হয় তাকে কেউ মনে রাখে না। যেমন চাঁদে যাওয়া প্রথম মানুষ নীল আর্মস্ট্রং আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় কে ? এডউইন অলড্রিন। কতজন মনে রাখি আমরা ? খুব কম লোকই জানে। সেরকমই একটা উদাহরণ আছে। পৃথিবী র সব চেয়ে লম্বা প্রাচীর কি ? চীন এর প্রাচীর। চীন এর প্রাচীর নিয়ে অনেক গল্প অনেক লেখা। আর তা দেখতে সারা বছর নানা দেশের পর্যটক। কিন্তু দ্বিতীয় লম্বা প্রাচীর কি ? কতজন জানি ? হ্যা দ্বিতীয় লম্বা প্রাচীর টা আমাদের দেশে এই ভারতবর্ষেই আছে। কুম্ভলগড় দুর্গের নাম হয়তো অনেকেই শোনেন নি। তা নিয়ে খুব বেশি লেখালিখিও তেমন হয়না। রাজস্থান ঘুরতে গেলে আমরা কুম্ভলগড় এর কথা মাথায় রাখি না। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাচীর আছে এই কুম্ভলগড় দুর্গেই। কুম্ভলগড় দুর্গ ভারতের রাজস্থান এর মেবার এ অবস্থিত। মাটি থেকে প্রায় ১১০০ মিটার উচ্চতায় তৈরী এই পাহাড় ঘেড়া দুর্গ। আর তার প্রা...