পোস্টগুলি

এপ্রিল ২২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভিশপ্ত অহল্যা উপাখ্যান- The Truth Behind Ahalya's Curse ( Ramayana Stories)

ছবি
পৌরাণিক বর্ননা অনুযায়ী সনাতন ধর্মের শ্রেষ্ঠ ও পবিত্র পাঁচজন নারী বা সতীর অন্যতম হলেন " অহল্যা " । অহল্যা কে সেটা কম বেশী আমরা সকলেই জানি। তাঁর জন্ম , বিবাহ , সংসার সবই ভীষণ আকর্ষণীয়। সেসব নিয়েও লেখার ইচ্ছে রইলো কিন্তু আজ নয়। আজ অহল্যার স্বামীর থেকে পাওয়া পাথর হয়ে যাওয়ার অভিশাপ নিয়ে কিছু কথা বলবো। অভিধানে অহল্যা শব্দটির অর্থ হলো - লাঙ্গল চালনার অযোগ্য এমন ভূমি। যার সংস্কৃত অর্থ ' ন - হলা ' বা হলকর্ষণযোগ্য নয়। আবার বাল্মিকী রামায়ণে ব্রহ্মা অহল্যা নামের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন - হল্য শব্দের অর্থ বিকৃতি , অর্থাৎ যে নারীর রূপ বা গুনে কোনো বিকৃতি নেই তিনিই অহল্যা। সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসকন্যা ও ঋষি গৌতম এর পত্নী অহল্যা। অসাধারণ সুন্দরী ছিলেন তিনি। তার রূপে দেবরাজ ইন্দ্র পর্যন্ত পাগল হয়েছেন। এহেন রূপই অহল্যার জীবনে অভিশাপ ডেকে এনেছিল। ছলের সাহায্যে দেবরাজ ইন্দ্র ঋষি গৌতম এর বিবাহিতা স্ত্রী অহল্যাকে সম্ভোগ করেন ( যদিও এতে অহল্যার বিশ