পোস্টগুলি

জুন ১৪, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপরিচিত রাবণ / The Unknown Ravana ( RAMAYANA STORIES)

ছবি
হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামায়ণ। এই মহাকাব্যে ধার্মিক দিকের সাথে সাথে সামাজিক দিকেরও উল্লেখ আছে। এই ধর্মগ্রন্থের নায়ক ও খলনায়ক হলেন যথাক্রমে রাম ও রাবণ। খলনায়ক রাবণের নানা দোষ কুকর্ম সম্পর্কে অনেক কিছুই জানা যায়। কিন্তু এই খল চরিত্রটি যে অনেক ভালো গুণের অধিকারী ছিলেন সেই সম্পর্কে কতটা জানা আছে সবার? রামায়ণের এই "খলনায়ক" রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং প্রজাবৎসল একজন রাজা। সীতাহরণের মতো গর্হিত অপরাধের দোষে দুষ্ট ছিলেন তিনি,  কিন্তু সীতাকে অপহরণ করা ছাড়া  রামায়ণের আর কোথাও রাবণ  নারীদের অসন্মান করেছেন এমন উল্লেখ পাওয়া যায় না। এমনকি তিনি সীতার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছিলেন বা আদৌও করেছিলেন কিনা সেই নিয়েও নানা মুনির নানা মত আছে। হ্যাঁ, একথা ঠিক তিনি সীতার হরনকারী, তিনি দোষী। হয়তো এই অপরাধের জন্যই তাঁর স্বর্ণলঙ্কা শেষ হয়ে যায় কিন্তু এইরকম একটা নিন্দনীয় কাজ তিনি করেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতার দায়িত্ব পালনের জন্য। বোন শূর্পনখাকে রামচন্দ্র ও তাঁর ভাই লক্ষ্মণ যে অপমান করেছিলো সেই অপমানের জবাব দিতেই তিনি রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরন করেন। অপমান বললাম কারন রামায়ণ অনুযায়ী, শূর্পনখা সু