The 102 Kaurava Children of Dhritarashtra in Mahabharata !! ধৃতরাষ্ট্রর ১০২ সন্তান !!! (Mahabharata Stories)
মহাভারত নিয়ে, তাতে বর্ণিত নানা চরিত্র নিয়ে, এই মহাকাব্যে হওয়া ধর্ম-অধর্ম, রাজনীতি নিয়ে অনেক লেখকদের অনেক কিছু লেখা নানা সময় নানা ভাষায় প্রকাশিত হয়েছে।
আঠারো খন্ডের মহাভারতের প্রতিটি ঘটনার সাথে বাস্তবের প্রচুর মিল। সাধারণ মানুষ নিজেদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের সাদৃশ্য খুঁজে পায় এই মহাকাব্যে। যার জন্য সেই পুরাকাল থেকে আজকের বর্তমান কাল পর্যন্ত এই মহাকাব্যের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, ভবিষ্যতেও হয়তো বাড়বে। মহাভারত মানেই কৌরব ও পাণ্ডবদের সিংহাসনের দাবিদার নিয়ে কলহ বিবাদ, হিংসা, রাজনৈতিক খেলা, বৈধ- অবৈধের জটিলতা এবং শেষে কুরুক্ষেত্রের যুদ্ধ। এই মহাকাব্য ধৃতরাষ্ট্র ও পান্ডুর পুত্রদের। তাদের জীবনকে ঘিরেই এর বিস্তার লাভ করেছে ও সমাপ্তি ঘটেছে।
মহাভারতে প্রতিটি চরিত্র স্বমহিমায় উজ্জ্বল। তবে আজকের লেখাটি এই মহাকাব্যের কোনো চরিত্র বা কোনো বিতর্কমুলক ঘটনা নিয়ে নয়। আজ লেখার বিষয় ভিন্ন।
মহাভারতে পাণ্ডুর পাঁচ পুত্রকে পাণ্ডব বলা হয়। পাণ্ডুর দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীর বিভিন্ন দেবতাদ্বারা প্রাপ্ত পুত্রদের নাম, গুনগান, কীর্তি অজানা নয়।
কিন্তু ধৃতরাষ্ট্র ও গান্ধারীর যে একশত পুত্র ও একটি কন্যা ছিলো তাদের প্রত্যেকের নাম কি ছিলো? শুধুমাত্র দূর্যোধন, দুঃশাসন ও কন্যা দুঃশলার নাম বেশী দেখা যায় মহাভারত জুড়ে । বাকি কৌরবদের নাম কি ছিলো?
মহাভারতের পাঠককুলের কাছে কৌরবরা খল, দুশঃচরিত্র, তবুও তাদের নামগুলো জানার ইচ্ছে হতেই পারে,তার মধ্যে কোনো অন্যায় নেই।
আজ একশত কৌরবদের নাম কি কি ছিলো দেখে নেওয়া যাক....
ধৃতরাষ্ট্রের এই একশত পুত্র তথা কৌরবদের নামগুলো হলো ---
১) দূর্যোধন
২) দুঃশাসন
৩) দুঃসহন
৪) দুঃশলন
৫) জলগন্ধ
৬) সমন
৭) বিনন্ধন
৮) অনুবিন্ধন
৯) দুর্ধর্ষ
১০) সহন
১১) সুবাহু
১২) দুঃশপ্রধরশা
১৩) দুর্মরশ
১৪) দুঃমুখা
১৫) দুঃকর্ণ
১৬) বিকর্ণ
১৭) সলন
১৮) সাথয়া
১৯) সুলচন
২০) ছিথ্র
২১) উপছিথ্র
২২) ছিথ্রাক্ষ
২৩) চারুছিথ্র
২৪) সরাসনা
২৫) দুর্মদ
২৬) দুরবিজ্ঞ
২৭) বিবিলসু
২৮) বিকাতিনন্দ
২৯) সুনাভ
৩০) ওরনানভ
৩১) নন্দ
৩২) উপানন্দ
৩৩) ছিত্রবর্মা
৩৪) ছিত্রবান
৩৫) সুবর্মা
৩৬) দুর্বিমোচা
৩৭) মহাবাহু
৩৮) অয়বাহু
৩৯) কাঞ্চনধ্বজা
৪০) ছিত্রামগ
৪১) ছিত্রকুণ্ডল
৪২) ভীমবেগ
৪৩) কুন্ধাসী
৪৪) বালকি
৪৫) বেলাবর্ধনা
৪৬) উগ্রযুধ
৪৭) সুসেনা
৪৮) বীরযশ
৪৯) কুন্ধধারা
৫০) ভীমবালা
৫১) মাহোদরা
৫২) ছিত্রযুধা
৫৩) নিশামগি
৫৪) পাসি
৫৫) বৃন্দারকা
৫৬) দৃধাবর্মা
৫৭) সমাকীর্তি
৫৮) দৃধাক্ষত্রা
৫৯) অন্তদরন
৬০) দৃধাসন্ধা
৬১) জরাসন্ধা
৬২) সদাসুবাক
৬৩) উগ্রসর্বাস
৬৪) উগ্রসেনা
৬৫) সেনানী
৬৬) দুঃশপ্রাজা
৬৭) সত্যসন্ধা
৬৮) অপরাজিত
৬৯) কুন্ধাসাই
৭০) বিশালাক্ষ
৭১) দুর্ধরা
৭২) দৃধাহস্তা
৭৩) সুহস্তা
৭৪) বাতাবেগা
৭৫) সুবার্চা
৭৬) আদিত্যকেত
৭৭) রাভী
৭৮) বাহায়াসী
৭৯) নাগদাতা
৮০) উগ্রসাই
৮১) কাবাচি
৮২) ক্রাধান
৮৩) কুনদ্ধাই
৮৪) ভীমাবিক্র
৮৫) অলৌপন
৮৬) অভয়ান
৮৭)ধনুধারা
৮৮) বীরবাহু
৮৯) দৃধাকর্মাবু
৯০) দৃধারথশ্রয়
৯১) অনাধ্রুস্য
৯২) কুন্ধভেডী
৯৩) বীরাভি
৯৪) চিত্রকুন্ধালা
৯৫) প্রেমাধন
৯৬) অমাপ্রমাধি
৯৭) দিরখারমা
৯৮) সুবীরয়বা
৯৯) ধীর্খবাহু
১০০) সুজাত
এই হলো একশত কৌরবদের নাম ও এক বোন ছিলো তাদের যার নাম দুঃশলা।
তাহলে দেখা যাচ্ছে ধৃতরাষ্ট্রের শুধুমাত্র একশত পুত্রই নয় একটি কন্যাও ছিলো। কৌরবরা একশত ভাই ও এক বোন ছিলো। কিন্তু এই তথ্যও ঠিক না। ধৃতরাষ্ট্র একশত দুই (১০২) সন্তানের পিতা ছিলেন। গান্ধারীর গর্ভ থেকে জন্ম হয় ধৃতরাষ্ট্রের একশত পুত্র ও এক কন্যার। তাহলে বাকি এক সন্তানের জন্ম কাহিনিটি কি?
মহাভারতে আছে, পাণ্ডুর স্ত্রী কুন্তী ও গান্ধারী একই সময় গর্ভধারণ করলেও গান্ধারীর গর্ভাবস্থা দীর্ঘ ছিলো। কুন্তীর প্রথম সন্তান যুধিষ্ঠির সময় মতো জন্ম নেয় কিন্তু প্রায় দুই বছর পেরিয়ে গেলেও গান্ধারীর গর্ভ থেকে কোনো সন্তান জন্ম না নেওয়ার ফলে ধৃতরাষ্ট্র বংশ রক্ষা এবং অবশ্যই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারের জন্য গান্ধারীর এক দাসী সৌভালি সঙ্গে মিলিত হন ( সেই সময় এই প্রথার প্রচলন ছিলো বলে জানা যায়) । এর ফলে দাসী সৌভালি গর্ভবতী হয় ও ধৃতরাষ্ট্রের এক পুত্র জন্মায়। যার নাম যুযুৎসু। কৌরব হয়েও কোনোদিন ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশত পুত্রদের সাথে যুযুৎসুর নাম যোগ হয়নি। দাসী পুত্র ছিলো বলেই হয়তো যুযুৎসু সেই জায়গা পাইনি। কিন্তু যদি এমন হতো যে গান্ধারীর সন্তানরা জন্ম নিলোনা, (কারন গান্ধারী কিন্তু সরাসরি সন্তান জন্ম দেননি, ব্যাসদেবের হস্তক্ষেপ না থাকলে এই একশত পুত্র ও এক কন্যা পৃথিবীর আলো দেখতো কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ) তাহলে কি যুযুৎসুই হতো হস্তিনাপুর সিংহাসনের উত্তরসূরী? ধৃতরাষ্ট্র কি তাঁর এই "পুত্রকে" সেই অধিকার দিতেন? উত্তর জানা নেই.... তবে এই যুযুৎসুর মহাভারতে ভুমিকাটি বেশ গুরুত্বপূর্ণ।
ধৃতরাষ্ট্রের এই অখ্যাত অবহেলিত পুত্র যুযুৎসুকে নিয়ে পরর্বতীতে লেখার ইচ্ছে থাকলো।
Creditor : Internet
Copyright : Rakasree Banerjee
once again a marvellous work. 👍
উত্তরমুছুনবাহ্! অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ....
উত্তরমুছুনবাহ্! অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ....
উত্তরমুছুনবাহ্! অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ....
উত্তরমুছুন